নারী দিবসে নারীকে কেন্দ্র করে যত টিভি আয়োজন
প্রকাশ : ০৮ মার্চ ২০১৯, ১৫:১৬
আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিবসটিকে নানা আয়োজন প্রচারের মাধ্যমে পালন করছে দেশের টিভি চ্যানেলগুলো। যে আয়োজনে শুধু নারীকে কেন্দ্র করেই এগিয়েছে আয়োজন।
এটিএন বাংলা
কল্যাণীয়াসু [রাত ৮টা] : অংশগ্রহণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী দীপু মনি, মানবাধিকারকর্মী ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, ঔপন্যাসিক সেলিনা হোসেন, রূপ বিশেষজ্ঞ কানিজ আলমাস খান। উপস্থাপনা ফেরদৌসী আহমেদ চৌধুরী।
চ্যানেল আই
টেলিফিল্ম আমাদের হেলেনা [বিকেল ৩টা ৫ মিনিট] : পরিচালনা প্রীতি দত্ত। অভিনয়ে নুসরাত ইমরোজ তিশা, শিপন মিত্র, মিলি বাশার।
এনটিভি
নাটক তনু কথা [রাত ৯টা ৫ মিনিট] : রচনা দয়াল সাহা, পরিচালনা প্রীতি দত্ত। অভিনয়ে তিশা, শতাব্দী ওয়াদুদ।
আরটিভি
জয়া আলোকিত নারী সম্মাননা ২০১৯ [সন্ধ্যা ৬টা]
নাটক প্রতিদিনের মতো একটি দিন [রাত ৮টা] : রচনা ও পরিচালনা চয়নিকা চৌধুরী। অভিনয়ে নুসরাত ইমরোজ তিশা, আনিসুর রহমান মিলন, শাহাদাৎ হোসেন।
বৈশাখী টেলিভিশন
নাটক দুশমন দুলাভাই [রাত ১১টা] : রচনা মহিন খান, পরিচালনা ইমন রাবেক। অভিনয়ে অবাক আহমেদ, নুশরাত সাবরিন, আকাশ রঞ্জন, স্বর্ণা।
গেম শো লেডি উইনার [রাত ৮টা ৩০ মিনিট] : অংশগ্রহণে ছয় বিশ্ববিদ্যালয়ের ছয়জন শিক্ষিকা। উপস্থাপনা রিনতি।
মাছরাঙা টেলিভিশন
সমতায় নারী [সন্ধ্যা ৭টা ৩০ মিনিট] : অংশগ্রহণে রোকেয়া প্রাচী, ঝুমু খান, আফরোজা নাজনীন সুমী, মাহবুবা চৌধুরী, অ্যাডভোকেট বেনজীর ও ড. মালিহা মান্নান আহমেদ।
রাঁধুনী কীর্তিমতী সম্মাননা ২০১৮ [রাত ৮টা]
নাটক ওপারে দিগন্ত [রাত ৯টা] : রচনা ইফফাত আরেফিন তন্বী, পরিচালনা চয়নিকা চৌধুরী। অভিনয়ে ইরফান সাজ্জাদ, অর্ষা, তমালিকা কর্মকার।
দীপ্ত টিভি
বিশেষ টক শো খোলা মঞ্চ [বিকেল ৫টা ৩০ মিনিট]
বিশেষ টক শো ওয়ান অন ওয়ান [রাত ১২টা]
এসএ টেলিভিশন
নাটক পাওয়ার অব লাভ [রাত ৯টা] : অভিনয়ে জোভান, মেহজাবীন চৌধুরী। পরিচালনা শেখ সেলিম।