টিভিতে ‘দেবী’

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:০৭

জাগরণীয়া ডেস্ক

দুই বাংলার জনপ্রিয় অভিনয়শিল্পী জয়া আহসান অভিনীত ও প্রযোজিত চলচ্চিত্র ‘দেবী’ প্রচার হচ্ছে টিভির পর্দায়।

পহেলা ফাল্গুন উপলক্ষে ১৩ ফেব্রুয়ারি (বুধবার) সন্ধ্যা ৭টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙা টিভিতে প্রথমবারের মতো প্রচারিত হবে দেশী-বিদেশী পর্যায়ে আলোচিত সিনেমা ‘দেবী’। এছাড়া চলচ্চিত্রটি আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে একই সময়ে একই চ্যানেলে প্রচারিত হবে ‘দেবী’। 

এ বিষয়ে অভিনেত্রী জয়া আহসান জানান, ‘যে দর্শকরা নানা কারণে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখার সুযোগ পাননি, তারা এবার ঘরে বসেই উপভোগ করতে পারবেন। যারা পহেলা ফাল্গুনেও দেখতে পারবেন না তাদেরও নিরাশ হওয়ার কারণ নেই। পরের দিন ভালোবাসা দিবসেও একই সময়ে ছবিটি প্রচার করবে মাছরাঙা টেলিভিশন।’

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সৃষ্ট অমর চরিত্র মিসির আলি সিরিজের অন্যতম জনপ্রিয় উপন্যাস ‘দেবী’ অবলম্বনে নির্মিত হয়েছে এ সিনেমাটি।  ‘দেবী’ চলচ্চিত্রে মিসির আলী চরিত্রে অভিনয় করেছেন কিংবদন্তী অভিনেতা চঞ্চল চৌধুরী। এই সিনেমায় রানু চরিত্রে জয়া আহসান, নিলু চরিত্রে শবনম ফারিয়া, আনিস চরিত্রে অনিমেষ আইচ এবং আহমেদ সাবেত চরিত্রে দেখা যাবে ইরেশ যাকেরকে।

সিনেমাটি পরিচালনা করেছেন অনম বিশ্বাস। সরকারি অনুদানের ছবি ‘দেবী’ সিনেমাটি পরিবেশনা করেছে জাজ মাল্টিমিডিয়া।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত