‘ওরা না থামলে ফল ভুগবে’
প্রকাশ : ২২ জানুয়ারি ২০১৯, ২৩:২৭
ইতিহাস বিকৃতির অভিযোগ এনে এর আগে ‘পদ্মাবত’ কে প্রতিরোধ করার জন্য একযোগে নেমেছিল কর্ণী সেনা। এবার কর্ণী সেনার লক্ষ্য ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’।
আগামী ২৫ জানুয়ারি আলোর মুখ দেখতে যাচ্ছে কঙ্কনা রানাহৌত অভিনীত ইতিহাস ভিত্তিক চলচ্চিত্র ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’। সেখানে ফুটে উঠেছে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা রানী লক্ষ্মীবাঈয়ের চরিত্র। এবারও ঐতিহাসিক এই চরিত্রকে নিয়ে সতর্ক করেছে কর্ণী সেনা। তাদের বক্তব্য, ছবিতে যদি কোনও ভাবে রানি লক্ষ্মীবাঈয়ের ভাবমূর্তি নষ্ট করা হয় বা কোনও ব্রিটিশ নাগরিকের প্রেমিকা হিসেবে ঝাঁসির রানিকে দেখানো হয়ে থাকে, তা হলে নির্মাতাদের বিরুদ্ধে পদক্ষেপ নিবেন তারা।
এদিকে, কর্ণী সেনার এই বক্তব্যে পাল্টা জবাব ছুঁড়ে দিয়েছেন অভিনেত্রী কঙ্কনা। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘ওরা না থামলে ফল ভুগবে’।
‘আমিও জাতে রাজপুত উল্লেখ করে কঙ্কনা বলেন,‘আমাকে বা আমার ছবির সঙ্গে জড়িত কাউকে যদি কর্ণী সেনা কোনও ভাবে হেনস্থা করে বা অপদস্থ করার চেষ্টা করে তাহলে তারা ভুল করবে।’
অভিনেত্রী আরও জানিয়েছেন, চার জন ঐতিহাসিক ছবিটিকে প্রশংসাপত্র দিয়েছেন। সেন্সর বোর্ডের ছাড়পত্রও পেয়েছে সিনেমাটি।
সূত্র: আনন্দবাজার