বড়পর্দার হাতছানি
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০১৮, ১২:৪৬
জাগরণীয়া ডেস্ক
‘মিস ওয়ার্ল্ড’ মঞ্চে নিজের মেধা আর সৌন্দর্যের দ্যুতি ছড়িয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ‘সেরা ৩০’-এ জায়গা করে নেন জান্নাতুল ফেরদৌস ঐশী।
মুকুট না জিতলেও দেশ বিদেশের অসংখ্য মানুষের মন জয় করেছেন সদ্য কলেজ পেরুনো এই তরুণী। তার খ্যাতিকে কাজে লাগানোর জন্য এবার নির্মাতারা যোগাযোগ করে চলেছেন এই সুন্দরীর সাথে। সম্প্রতি জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ জানান, ‘সিনেমার চিত্রনাট্য নিয়ে ঐশীর সঙ্গে কথা হয়েছে। সে রাজি হলে আগামী বছর থেকে শ্যুটিং।’
গত ২৫ ডিসেম্বর (মঙ্গলবার) রাজধানীর বনানীর একটি রেস্টুরেন্টে ‘রাজকন্যা’ ছবির গল্প নিয়ে ঐশীর সঙ্গে আলাপ করেছেন ছবির পরিচালক রাজু চৌধুরী।
তিনি বলেন, ‘আমরা চরিত্র ও ছবির পরিকল্পনা নিয়ে ঐশীর সঙ্গে আলোচনা করেছি। সে রাজি হলে জানুয়ারি থেকে কাজ শুরু হবে। আশা করছি তার সম্মতি পাবো।’
0Shares