x

এইমাত্র

  •  জুনে ধর্ষণের শিকার শতাধিক নারী-শিশু: মহিলা পরিষদ
  •  ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ সস্ত্রীক কোভিডে আক্রান্ত
  •  গত ২৪ ঘন্টায় করোনায় নতুন সংক্রমিত ৪০১৯ জন, মৃত ৩৮ জন
  •  বিশ্বে করোনায় মোট মারা গেছেন ৫ লাখ ১৮ হাজার ৯৬৮ জন
  •  বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ ৬০ লাখ ২৮ হাজার ২২৯ জন

সেরা ২০ সুন্দরীর তালিকায় ঐশী

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০১৮, ১৭:৩১

জাগরণীয়া ডেস্ক

‘মিস ওয়ার্ল্ড-২০১৮’ প্রতিযোগিতার সেরা ২০ সুন্দরীর তালিকায় উঠে এসেছেন বাংলাদেশের সেরা সুন্দরী হিসেবে নির্বাচিত জান্নাতুল ফেরদৌস ঐশী। 

স্থানীয় সময় গত ১ ডিসেম্বর (শনিবার) সেরা ২০ জন সুন্দরীর নাম ঘোষণা করা হয়।

এর আগে গত ৩০ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের দেয়া উত্তরের ওপর ভোট গ্রহণ চলে। যাতে গ্রুপ-৬ থেকে চ্যাম্পিয়ন হয়ে ২০ জনের তালিকায় উঠে আসেন বাংলাদেশের ঐশী।

দেশে ৩০ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খেতাব পেয়েছিলেন জান্নাতুল ফেরদৌস ঐশী।  গত বছর এ প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নিয়েছিলেন জেসিয়া ইসলাম। তিনি সেরা ৪০-এ জায়গা করে নিয়েছিলেন। 

আগামী ৮ ডিসেম্বর  চীনের সানাইয়া শহরে ঘোষিত হবে ‘মিস ওয়ার্ল্ড-২০১৮’। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত