ইরাকে ‘মিস বাগদাদ’কে গুলি করে হত্যা

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০১৮, ১১:০৭

জাগরণীয়া ডেস্ক

‘মিস বাগদাদ’এবং জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম তারকা ও মডেল তারা ফারেজকে গুলি করে হত্যা করা হয়েছে।

স্থানীয় সময় ২৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ইরাকের রাজধানী বাগদাদে তার ওপরে হামলা চালালে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

নিরাপত্তাকর্মীদের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, মিস ইরাক প্রতিযোগিতায় প্রথম রানার আপ হওয়া ফারেজ একটি গাড়ির ভেতর অবস্থানকালে দুইজন মোটরসাইকেল আরোহী তাকে লক্ষ্য করে গুলি করে।

উল্লেখ্য, ২২ বছর বয়সী খ্রিস্টান ধর্মালম্বী ফারেজের বাবা ইরাকি এবং মা লেবানিজ। তিনি এরবিলে বসবাস করলেও মাঝে মাঝে রাজধানীতে আসতেন। তিনি সোশ্যাল মিডিয়ায় তার গ্ল্যামারের জন্য বিখ্যাত ছিলেন। ইনস্টাগ্রামে তার ফলোয়ার রয়েছে প্রায় ৩ মিলিয়ন। ইনস্টাগ্রামে ফলোয়াররা মডেল তারার মৃত্যুতে শোক জানিয়েছেন এবং এা ঘটনাকে কাপুরোষিত বলে আখ্যায়িত করেছেন।

এদিকে,গত ২৯ সেপ্টেম্বর (শুক্রবার) এ ঘটনায় দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হায়দার আল-আবদি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত