বিরক্ত হয়ে সিনেমা ছাড়লেন দিশা পাটানি
প্রকাশ : ২৮ আগস্ট ২০১৮, ১৪:০৬
জাগরণীয়া ডেস্ক
হৃতিক রোশনের উপর বিরক্ত হয়ে একটি সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি।
শোনা যাচ্ছে, যশরাজ ফিল্মসের প্রযোজনায় হৃতিক রোশনের সাথে অ্যাকশনধর্মী চলচ্চিত্র করার কথা চলছিল দিশা পাটানির। কিন্তু সিনেমা ঘিরে বিভিন্ন বৈঠকে হৃতিক অত্যধিক ফ্লার্ট করায় বিরক্ত হয়ে সিনেমা ছেড়েছেন দিশা। এজন্য দিশা হৃতিকের ওপর অত্যন্ত বিরক্ত।
উল্লেখ্য, হৃতিকের সঙ্গে এই ছবিতে দেখা যাবে অভিনেতা টাইগার শ্রফকে। এদিকে টাইগারের সঙ্গে দিশার সম্পর্কের কথা সকলের জানা। প্রেমিক থাকতেও ছবিটি থেকে সরতে বাধ্য হলেন দিশা।
0Shares