‘স্ট্রং-ইন্ডিপেন্ডেন্ট চরিত্রগুলোয় আমি কমফোর্টেবল’
প্রকাশ : ২৭ জুলাই ২০১৮, ২১:০১
জাগরণীয়া ডেস্ক
স্ট্রং-ইন্ডিপেন্ডেন্ট চরিত্রগুলোয় আমি নিজে খুব কমফর্টেবল- বললেন কলকাতা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। খবর আনন্দবাজার এর।
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, আমার কাছে কমফর্ট খুব বড় ব্যাপার। প্রযোজক বা পরিচালকরা আমাকে এমন চরিত্রে ভাবেন, যেখানে মেয়েটি বেশ টাফ।
গণমাধ্যমটিতে দেয়া এক সাক্ষাতকারে অভিনেত্রী মিমি আরও বলেন, আমার মতে, ইমোশনাল জায়গায় খোঁচানো বন্ধ করা উচিত। আমি কিন্তু কখনওই নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে কারো কাছে গল্প করতে যাই না।
তিনি আরও বলেন, আমি এমন একটা পরিবার থেকে এসেছি, যেখানে রাত ১০টা বাজলেই মা ফোন করে আমাকে জিজ্ঞেস করেন, আমি কোথায় আছি, শুটিং শেষ হয়েছে কি না। ফলে উল্টোপাল্টা সাক্ষাৎকার ছাপা হলে পরিবার একটা ট্রমার মধ্যে থাকে যা খুব সেটা সাংঘাতিক।
0Shares