এবার মধুবালার বায়োপিক
প্রকাশ : ০৯ জুলাই ২০১৮, ১৯:৩৩
সঞ্জয় দত্ত-মালালা-সানি লিওন-শ্রীদেবীসহ আরো অনেকের বায়োপিক নির্মাণের যে দীর্ঘ তালিকা তৈরি হয়েছে বলিউডে, সেখানে এবার যুক্ত হয়েছে কিংবদন্তী অভিনেত্রী মধুবালার নাম।
৬০ এর দশকের কিংবদন্তী অভিনেত্রী মধুবালাকে নিয়ে বায়োপিক নির্মাণের ঘোষণা দিয়েছেন তার বোন মাধুর ব্রিজ ভূষণ।
এ প্রসঙ্গে বার্তা সংস্থা আইএএনএসকে বলেন, আমার বোনকে নিয়ে একটি বায়োপিক তৈরি করতে যাচ্ছি। সবার প্রতি বিনীত অনুরোধ; এই ঘোষণার পর কেউ আর আমার বোন বা তার জীবনের কোনো বিষয়ের ওপর ভিত্তি করে কোনো চলচ্চিত্র নির্মাণ করবেন না।
ভারতীয় সিনেমার স্বর্ণ সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মাত্র ২৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন। ২০১৯ সালের ২৩ ফেব্রুয়ারী ক্ষণজন্মা এই অভিনেত্রীর মৃত্যুর ৫০ বছর পূর্ণ হতে যাচ্ছে। সে তারিখকে সামনে রেখেই এ ঘোষণা দিয়েছেন তার ছোট বোন মাধুর। তিনি জানান, খুব শীঘ্রই এর কাজ শুরু হবে এবং আমার কতিপয় ভালো বন্ধু এটি প্রযোজনা করবেন।
মুঘল-ই-আজম, দুলারি, মহল, হাওড়া ব্রিজ, কালা পানি, দো উস্তাদ, অমর ইত্যাদি চলচ্চিত্রের মাধ্যমে ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রির লিজেন্ডে পরিণত হন মধুবালা। ২০১৭ সালে মাদাম তুসো জাদুঘরে এই অনন্য অভিনেত্রীর মোমের মূর্তি স্থান পায়।