টিভি সিরিজে জুলিয়া রবার্টস
প্রকাশ : ০৩ জুলাই ২০১৮, ১৬:৩৩
জাগরণীয়া ডেস্ক
প্রথমবারের মত টিভি সিরিজে অভিনয় করতে যাচ্ছেন অস্কারজয়ী অভিনেত্রী জুলিয়া রবার্টস। অ্যামাজনের অরজিনাল সিরিজ ‘হোমকামিং’- এ হেইডি বার্গম্যান নামের একজন উপস্থাপিকার চরিত্রে দেখা যাবে কিংবদন্তী এ অভিনেত্রীকে।
সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী এ সিরিজের এখন পর্যন্ত দশটি এপিসোড নির্মিত হয়েছে । পর্ব পরিচালনা করেছেন মিকাহ ব্লুমবার্গ, এলি হরোউইথজ ও স্যাম ইসমাইল। পপুলার জিলমেট মিডিয়া পডকাস্টের সত্য ঘটনার অবলম্বনে তৈরি করা হয়েছে সিরিজটি।
এর আগে ১৯৮৭ সালে ‘ক্রাইম স্টোরি’ নামে একটি টিভি অনুষ্ঠানে তাকে দেখা গিয়েছিল। পরবর্তীতে সিনেমায় অভিনয় করে বিশ্বব্যাপী পরিচিতি পান। ‘প্রিটি ওম্যান’সিনেমার জন্য প্রথম অস্কারে মনোনয়ন পেয়েছিলেন। পরবর্তীতে ‘এরিন ব্রোকোভিচ ’ছবিতে অভিনয় করে অস্কার জেতেন বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় অভিনেত্রী জুলিয়া রবার্টস।
0Shares