‘মন্দ ছবি’ সিনেমায় কন্ঠ দিবেন শাওন

প্রকাশ : ০৯ জুন ২০১৮, ১৪:৪৩

জাগরণীয়া ডেস্ক

‘মন্দ ছবি’ শিরোনাম দিয়ে চলচ্চিত্র নির্মাণে নেমেছেন ‘সত্তা’ ছবির নির্মাতা হাসিবুর রেজা কল্লোল। ‘মন্দ ছবি’র চিত্রনাট্য লিখছেন সাদাত হোসাইন। 

৯ জুন (শনিবার) গান দিয়ে শুরু হচ্ছে ছবির কাজ। ছবিতে ‘মরণকালে জীবন হইয়া দিলা বন্ধু ডাক/ জীবন নিয়া তুমি থাক/ আমার শরীর মাটির মাঝেই থাক’- এমনই গানের কথায় কন্ঠ দিতে যাচ্ছেন অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী মেহের আফরোজ শাওন। শনিবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে বাপ্পা মজুমদারের স্টুডিওতে গানটিতে কণ্ঠ দেবেন তিনি।​

গানটির কথা লিখেছেন সোহানী হোসেন, সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার।

‘মন্দ ছবি’ শিরোনাম প্রসঙ্গে নির্মাতা বলেন, ভালোর আড়ালে থাকা মন্দকে নিয়ে ভাবনা, সেই থেকে ছবির নাম ‘মন্দ ছবি’। ছবির শ্যুটিং প্রসঙ্গে তিনি বলেন, আগামী সেপ্টেম্বরে ছবির কাজ শুরু হবে। কারা কারা থাকছেন সে বিষয়ে পরে জানানো হবে বলে জানান তিনি।

 

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত