রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে প্রিয়াঙ্কা চোপড়া

প্রকাশ : ২১ মে ২০১৮, ১৬:৪০

জাগরণীয়া ডেস্ক

জাতিসংঘের শিশু তহবিলের (ইউনিসেফ) শুভেচ্ছাদূত হিসেবে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বাংলাদেশে এসেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ঢাকায় এসে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন, রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছি। আমার ইনস্টাগ্রামে সেখানকার সব অভিজ্ঞতা শেয়ার করব।

২১ মে (সোমবার) সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন হলিউড ও বলিউডের তারকা প্রিয়াঙ্কা। ঢাকায় কিছু সময় বিশ্রামের পর তিনি কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন।

প্রিয়াঙ্কার সফরসূচি থেকে জানা গেছে, সোমবার বিকেলে টেকনাফের বাহারছড়ার শামলাপুর রোহিঙ্গা শিবিরে পরিদর্শন করবেন তিনি। চারদিনের সফরে প্রিয়াঙ্কা আগামি ২২ মে  উখিয়ার বালুখালী ও জামতলী রোহিঙ্গা ক্যাম্প এবং টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন তিনি। ২৩ মে (বুধবার) উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে আগামি ২৪ মে কক্সবাজার ত্যাগ করবেন এই বলিউড তারকা।

সফরকালে তিনি কক্সবাজারের টিউলিপ হোটেলে অবস্থান করবেন।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত