'মেকআপ করলেই কেউ মেধাহীন হয়ে যায় না'
প্রকাশ : ১৭ মে ২০১৮, ১৩:৫৭
নারীদের প্রতি সমাজের মানুষের বিরুপ মনোভাব নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউড তারকা ঐশ্বরিয়া রাই। মেকআপ কিংবা নানা ধরনের পোশাক পরলেই মেয়েরা মেধাহীন হয় এমন ধারণা ঠিক নয় বলেও তিনি মন্তব্য করেন।
এই তারকার মতে, একজন নারীর অন্য নারীকে বিচার করার সংস্কৃতি থেকে বের হয়ে আসা উচিৎ। তিনি ফ্রান্সে কান চলচ্চিত্র উৎসবে লাল গালিচায় এবার নিয়ে টানা ১৫ বছর হাজির হলেন। এই চলচ্চিত্র উৎসবের জুরি চেয়ারপার্সন কেট ব্ল্যানকেট ও অ্যাগনেস ভার্ডাসহ ৮২ জন নারী চলচ্চিত্রে জগতে লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। ঐশ্বরিয়াও সেই প্রতিবাদে সামিল হয়ে এ মন্তব্য করেন।
ঐশ্বরিয়া বলেন, মেয়ে হিসেবে আমাদের পরস্পরের বিচার করা বন্ধ করতে হবে। কেউ মেকআপ করলেই মেধাহীন হয়ে যায় না। এমন নয় যে তার মধ্যে কোনও সংবেদনশীলতা বা সহানুভূতি নেই। আবার কেউ মেকআপ না করলেও সে নির্লিপ্ত বা উদাস নয়। এমন নয় যে সে খুব মেধাবী, খুব সিরিয়াস এবং হাসি-ঠাট্টা পছন্দ করে না।