মুক্তি পেয়েছে মীম-ওম অভিনীত ‘পাষাণ’

প্রকাশ : ২৩ মার্চ ২০১৮, ১৪:৪৪

জাগরণীয়া ডেস্ক

ঢাকাসহ সারাদেশে একযোগে মুক্তি পেয়েছে এ্যাকশান ও রোমান্সে ভরপুর মীম​-ওম অভিনীত ‘পাষাণ’ চলচ্চিত্রটি। 

ছবিটিতে একজন মেধাবী সাংবাদিকের চরিত্রে হাজির হবেন বাংলাদেশের অভিনেত্রী বিদ্যা সিনহা মীম​। অপরদিকে একজন পেশাদার কিলার বা খুনি রূপে মীমের বিপরীতে অইনয় করেছেন কলকাতার ওম। এছাড়া আইটেম গার্ল খ্যাত বিপাশা কবিরকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে এ ছবিতে। এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, বিপাশা কবির, সাদেক বাচ্চু, সীমান্ত, শিমুল খান, প্রয়াত মিজু আহমেদ, সাব্বির সিদ্দিকি প্রমুখ।

নির্মাতা সৈকত নাসির পরিচালিত তৃতীয় সিনেমা 'পাষাণ' । তিনি বলেন, শতাধিক হলে মুক্তির সম্ভাবনা রয়েছে ‘পাষাণ’ সিনেমাটি। এরই মধ্যে ১০০টি হল চূড়ান্ত হয়েছে। তবে হলসংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এর আগে 'দেশা দ্য লিডার' ও 'হিরো ৪২০' সিনেমা দুটি পরিচালনা করেন সৈকত নাসির। এর মধ্যে 'দেশা দ্যা লিডার' চারটি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। 

২০১৬ সালের সেপ্টেম্বরে ‘পাষাণ’ সিনেমার শ্যুটিং শুরু হয়। বাংলাদেশের মংলা সমুদ্রবন্দরসহ দেশের বিভিন্ন স্থানে এ সিনেমার শুটিং হয়। সিনেমার সংগীতায়োজন করেছেন কলকাতার আকাশ, শওকত আলী ইমন ও বেলাল খান।

গত ফেব্রুয়ারিতে ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়। জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল পেজে ছবিটির ট্রেলার প্রকাশিত হওয়ার পর পরই বেশ প্রশংসা কুড়িয়েছেন নির্মাতা সৈকত নাসির।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত