শেষ হলো ‘বিউটি সার্কাস’এর শ্যুটিং
প্রকাশ : ১৪ মার্চ ২০১৮, ১৯:২৮
মানিকগঞ্জের গোবিন্দনগরে টানা কাজের পর শেষ হলো ‘বিউটি সার্কাস’এর শ্যুটিং।
নির্মাতা মাহমুদ দিদার এ তথ্য জানিয়ে বলেন, ২৭ ফেব্রুয়ারি থেকে টানা দৃশ্যধারণের কাজ করে শেষ করা হয়েছে ‘বিউটি সার্কাস’এর শ্যুটিং। ১৪ মার্চ (বুধবার) থেকেই শুরু হয়েছে সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ।
উল্লেখ্য, অর্থ সংকটসহ নানা প্রতিবন্ধকতায় প্রায় ১ বছর বন্ধ ছিল ‘বিউটি সার্কাস’ চলচ্চিত্রের শ্যুটিং।
এ প্রসঙ্গে ছবিটির নির্মাতা মাহমুদ দিদার জানান, ভাল চলচ্চিত্রের জন্য অর্থ সংকট এদেশে নতুন কিছু নয়। করপোরেট চলচ্চিত্রের আড়ালে ধামা পড়ে যায় সরকারি অনুদানের চলচ্চিত্রগুলো। আর্থিক প্রতিবন্ধকতার কারণে এক বছর হয়ে গেলেও আলোর মুখ দেখেনি ‘বিউটি সার্কাস’।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান ‘বিউটি সার্কাস’ ছবির মূল চরিত্রে অভিনয় করছেন। বিপরীতে রয়েছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত অভিনেতা এবিএম সুমন। অন্যান্য চরিত্রে রয়েছেন ফেরদৌস, তৌকীর আহমেদ, গাজী রাকায়েত প্রমুখ।