কান উৎসবে শর্ট ফিল্ম ‘মেঘে ঢাকা’

প্রকাশ : ০৪ মার্চ ২০১৮, ২১:৫৫

জাগরণীয়া ডেস্ক

বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মেঘে ঢাকা’ এবার ৭১তম কান চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে। চলচ্চিত্রটির ইংরেজি নাম ‘লাইফ উইদাউট সান’। ফিল্মিয়ানা প্রোডাকশনের ব্যানারে ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন জনি হক ও মনজুরুল আলম। ছবিটি পরিচালনা, গল্প ও চিত্রনাট্য লিখেছেন মনজুরুল আলম।

আগামি ৮ মে থেকে শুরু হওয়া এ উৎসবের অফিশিয়াল ওয়েবসাইটে এরই মধ্যে শর্ট ফিল্প কর্ণারে যুক্ত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মেঘে ঢাকা’। 

এ প্রসঙ্গে চলচ্চত্রটির নির্মাতা মনজুরুল আলম বলেন, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের উপর তা কীরকম প্রভাব-সেটিই একটি মানবিক গল্পের মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে এ চলচ্চিত্রে। কান উৎসবের মধ্য দিয়ে চলচ্চিত্রটির আনুষ্ঠানিক ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। কান জুরি বোর্ড ছবিটিকে মনোনয়ন দেয়ায় আমরা ভীষণ আনন্দিত এবং উচ্ছ্বসিত। আশা করি দর্শকমহল ছবিটিকে উপভোগ করবেন।

রাজধানীর হাতিরঝিল, তেজগাঁও রেল স্টেশন, ফার্মগেট এবং পাবনার আটঘরিয়াসহ বিভিন্ন স্থানে চলচ্চিত্রটির শ্যুটিং হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত