‘আগামির সুপারস্টার হয়ে উঠবে পূজা’
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ২১:০১
ভালো অভিনয় করার ক্ষমতা আছে ঢাকার মেয়ে পূজার মধ্যে। খুব শীঘ্রই পূজা হয়ে উঠবে আগামির সুপারস্টার- এভাবেই অভিনেত্রী পূজা চেরির প্রশংসায় পঞ্চমুখ হলেন কলকাতার সফল নির্মাতা রাজ চক্রবর্তী। ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন আব্দুল আজিজ ও অভিমন্যু।
১২ ফেব্রুয়ারি (সোমবার) রোমান্টিক প্রেমের গল্পে নির্মিত ‘নূরজাহান’ ছবির মুক্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন চলচ্চিত্রটির কলকাতার প্রযোজক রাজ চক্রবর্তী।
তিনি আরো বলেন, আমি নতুনদের নিয়ে কাজ করতে আগ্রহী। কলকাতার সোহমকে চ্যালেঞ্জ নিয়েছিলাম, সোহম এখন সফল অভিনেতা। পূজাকে নিয়েও চ্যালেঞ্জ নিলাম।
এছাড়া নতুন নায়ক হিসেবে কলকাতার আদৃতকেও শুভেচ্ছা জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এসময় নতুন এই জুটির পর্দায় সফলতা কামনা করেন।
ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত ‘নূরজাহান’ চলচ্চিত্রটি আগামি ১৬ ফেব্রুয়ারি মুক্তি পাবে। কলকাতায় ৭০ এবং বাংলাদেশে ৩০টির মত সিনেমা হলে মুক্তি দেয়া হচ্ছে ‘নূরজাহান’।