সামাজিক মাধ্যমে মন্তব্য, টিভি শো ছাড়লেন গায়িকা
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৪০
ফ্রান্সের টিভির অন্যতম বড় গানের শো ‘দ্য ফ্রান্স ভয়েস -২০১৮’ থেকে সরে দাঁড়িয়েছেন মেনেল ইবতেসাম নামে এক গায়িকা। অসাধারণ কন্ঠের মাধ্যমে নিজেকে একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে মেলে ধরেন ‘দ্য ফ্রান্স ভয়েস -২০১৮’এর মঞ্চে, দর্শকদের পাশাপাশি জয় করেন বিচারকদের মন।
২০১৬ সালে ফ্রান্সের নিস শহরে লরির আঘাতে ৮৬ জনকে হত্যা করার ঘটনা নিয়ে একটি মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে করেছিলেন মেনেল। মুছে ফেলা ঐ মন্তব্যটি আবারো ইন্টারনেটে ভাইরাল হলে নানা মন্তব্য আসে মেনেলের বিরুদ্ধে। কেউ কেউ বলেন, মেনেল সন্ত্রাসবাদকে লালন করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে মেনেলকে সরিয়ে দেয়ার জন্য ঐ শো এর প্রযোজনা সংস্থার উপর চাপ প্রয়োগ করা হয়।
মেনেলের পক্ষেও মন্তব্য আসে অনেক। বলা হয়, শুধুমাত্র মুসলিম বলেই পুরনো পোস্ট দিয়ে মেনেলকে হেনস্তা করা হচ্ছে।
৯ ফেব্রুয়ারি শুক্রবার ফেসবুকে এক ভিডিও বার্তায় মেনেক বলেন,‘স্পষ্টতই আমি সন্ত্রাসবাদীর বিপক্ষে। তবুও শো থেকে নিজেকে সরিয়ে নিলাম।’
টিভি শো-তে লিওনার্ড কোহেন্সের বিখ্যাত‘হালেলুইয়া’গানটি গেয়ে এরই মধ্যে অন্তর্জালে ঝড় তুলেছিলেন ২২ বছর বয়সী মেনেল ইবতেসাম। ৯০ হাজারের অধিক ভিউ রয়েছে মেনেলের গাওয়া ঐ গানটিতে।