সেন্সর বোর্ডে যাচ্ছে ‘বিজলী’
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৩২
জাগরণীয়া ডেস্ক
চলতি সপ্তাহেই সেন্সর বোর্ডে জমা হতে যাচ্ছে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘বিজলী’ চলচ্চিত্রটি। ছবিতে অভিনয় করেছেন চিত্রনায়িকা ববি। ছবির প্রযোজকও তিনি। ববির সঙ্গে অভিনয় করেছেন কলকাতার নবাগত নায়ক রণবীর।
সিনেমাটি নির্মিত হচ্ছে ববির প্রযোজনা প্রতিষ্ঠান ববস্টার থেকে। ছবির চিত্রনাট্য লিখেছেন ভারতের পেলে ভট্টাচার্য। এতে অন্যান্যদের মধ্যে অভিনয় করছেন ইলিয়াস কাঞ্চন, আহমেদ রুবেল, শতাব্দী রায় প্রমুখ।
ছবির প্রযোজক ও নায়িকা ববি বলেন, চেষ্টা করেছি ছবিটা যথাসম্ভব নিখুঁত করার। এতে বাজেট বেশি লেগেছে, সময় বেশি লেগেছে। তবুও চেয়েছি মানসম্মত একটি কাজ করার। ছবির একটি গান রিলিজ করা হয়েছে ইউটিউবে। দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছি। আশা করি চলচ্চিত্রটিও দর্শকদের ভালো লাগবে।