গ্র্যামির মঞ্চে একমাত্র নারী এলিসিয়া
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০১৮, ১৮:০৭
সেরা নবীন শিল্পী হিসেবে বিশ্বসংগীতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ডস জিতলেন কানাডিয়ান সংগীতশিল্পী এবং গীতিকার এলিসিয়া কারা। তিনিই এবার গ্র্যামির আসরে পুরস্কার জয়ী একমাত্র নারী।
পুরস্কারের মঞ্চে দাঁড়িয়ে এলিসিয়া বলেন, ছোটবেলায় শাওয়ারের নিচে গাইতে গাইতে আমি স্বপ্ন দেখতাম এই মঞ্চের। তবে আমি জানি এটা শুনতে খুব অর্ডিনারি শোনাবে কিন্তু আমি সত্যিই এ পুরস্কার আশা করিনি। কারণ এখন অনেকেই বেশ ভালো কাজ করছে।
তিনি আরো বলেন, আমি সত্যিই ভাগ্যবান আমি একটি প্ল্যাটফর্ম পেয়েছিলাম। এই পুরস্কার আমাকে সামনে আরো পরিশ্রমী হতে প্রেরণা যোগাবে।
তার পরবর্তী এলবাম খুব শীঘ্রই বাজারে আসবে বলে জানান তিনি। ঐ এলবামের সবগুলো গান তিনি নিজেই লিখেছেন। উল্লেখ্য, গত বছর অস্কারের আসরে ‘মোয়ানা’ চলচ্চিত্রের ‘হাউ ফার আই উইল গো’ গানটির জন্য নমিনেশন পান এলিসিয়া।
এদিকে গ্র্যামিতে ৬ টি ক্যাটাগরিতে পুরস্কার জিতে তাক লাগিয়ে দিয়েছেন মার্কিন তারকা ব্রুনো মার্স। ৫ টি পুরস্কার নিজের ঘরে তুলেছেন আমেরিকান র্যাপার কেন্ড্রিক ল্যামার।
এক নজরে ৬০তম গ্র্যামির পুরস্কারপ্রাপ্তদের তালিকা:
সেরা নতুন শিল্পী: অ্যালেসিয়া কারা
রেকর্ড অব দ্য ইয়ার: টোয়েন্টি ফোরকে ম্যাজিক (ব্রুনো মার্স)
অ্যালবাম অব দ্য ইয়ার: টোয়েন্টি ফোরকে ম্যাজিক (ব্রুনো মার্স)
সং অব দ্য ইয়ার: দ্যাট’স হোয়াট আই লাইক (ব্রুনো মার্স)
সেরা রিদম অ্যান্ড ব্লুজ পারফর্ম্যান্স: দ্যাট’স হোয়াট আই লাইক (ব্রুনো মার্স)
সেরা রিদম অ্যান্ড ব্লুজ সং: দ্যাট’স হোয়াট আই লাইক (ব্রুনো মার্স)
সেরা রিদম অ্যান্ড ব্লুজ অ্যালবাম: টোয়েন্টি ফোরকে ম্যাজিক (ব্রুনো মার্স)
সেরা ইঞ্জিনিয়ার্ড অ্যালবাম (নন-ক্লাসিক্যাল): টোয়েন্টি ফোরকে ম্যাজিক (ব্রুনো মার্স)
সেরা র্যাপ পারফর্ম্যান্স: হাম্বল (কেন্ড্রিক লামার)
সেরা র্যাপ/সাং পারফর্ম্যান্স: লয়্যালটি (কেন্ড্রিক লামার ফিচারিং রিয়ান্না)
সেরা র্যাপ সং: হাম্বল (কেন্ড্রিক লামার)
সেরা র্যাপ অ্যালবাম: ড্যাম (কেন্ড্রিক লামার)
সেরা মিউজিক ভিডিও: হাম্বল (কেন্ড্রিক লামার)
সেরা কান্ট্রি সলো পারফর্ম্যান্স: আইদার ওয়ে (ক্রিস স্ট্যাপেলটন)
সেরা কান্ট্রি দ্বৈত/দলীয় পারফর্ম্যান্স: বেটার ম্যান (লিটল বিগ টাউন)
সেরা কান্ট্রি সং: ব্রোকেন হ্যালোস (ক্রিস স্ট্যাপেলটন)
সেরা কান্ট্রি অ্যালবাম: ফ্রম অ্যা রুম: ভলিউম ওয়ান (ক্রিস স্ট্যাপেলটন)
সেরা ল্যাটিন পপ অ্যালবাম: এল দোরাদো (শাকিরা)
সেরা পপ সলো পারফর্ম্যান্স: শেপ অব ইউ (এড শেরান)
সেরা পপ ভোকাল অ্যালবাম: ডিভাইড (এড শেরান)
সেরা পপ দ্বৈত/দলীয় পারফর্ম্যান্স: ফিল ইট স্টিল (পর্তুগাল. দ্য ম্যান)
সেরা ট্র্যাডিশনাল পপ ভোকাল অ্যালবাম: টনি বেনেট সেলিব্রেটস নাইনটি (প্রযোজক ডেই বেনেট)
সেরা ড্যান্স রেকর্ডিং: টুনাইট (এলসিডি সাউন্ডসিস্টেম)
সেরা ড্যান্স/ইলেক্ট্রনিক অ্যালবাম: থ্রি-ডি দ্য ক্যাটালগ (ক্র্যাফটওয়ের্ক)
সেরা রক পারফর্ম্যান্স: ইউ ওয়ান্ট ইট ডার্কার (লিওনার্ড কোহেন)
সেরা মেটাল পারফর্ম্যান্স: সুলতান’স কার্স (ম্যাস্টোডন)
সেরা রক সং: রান (ফু ফাইটার্স)
সেরা রক অ্যালবাম: অ্যা ডিপার আন্ডারস্ট্যান্ডিং (দ্য ওয়ার অন ড্রাগস)
সেরা ট্র্যাডিশনাল রিদম অ্যান্ড ব্লুজ পারফর্ম্যান্স: রেডবোন (চাইল্ডিশ গ্যাম্বিনো)
সেরা আরবান কন্টেমপোরারি অ্যালবাম: স্টারবয় (দ্য উইকেন্ড)
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে স্থানীয় সময় ২৮ জানুয়ারি (রবিবার) সন্ধ্যায় গ্র্যামির ৬০তম আসর অনুষ্ঠিত হয়।