ফ্রান্সে বিশেষ সম্মাননায় মনিকা

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০১৮, ১৯:৪২

জাগরণীয়া ডেস্ক

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মনিকা বেলুচ্চিকে বিশেষ সম্মাননা জানাবে ফরাসি লুমিয়ে একাডেমি। 

ফরাসি চলচ্চিত্র ‘অ্যাসটেরিক্স অ্যান্ড ওবেলিস্ক: মিশন ক্লিওপেট্রা’,‘দ্য অ্যাপার্টমেন্ট’ ও ‘ইরেভারসিবল’ সিনেমায় অনন্য অভিনয় করেছিলেন কোটি মানুষের মন জয় করা নেয়া অভিনেত্রী মনিকা বেলুচ্চি। শুধু তাই নয়, লুমিয়ে একাডেমি আরো স্মরণ করেছে আন্তর্জাতিক চলচ্চিত্রে মনিকা বেলুচ্চির অবদান। ‘স্পেকট্রা’, ‘মোজার্ট ইন দ্য জঙ্গল’, ‘ম্যাট্রিক্স’ মনিকার অসাধারণ অভিনয় দর্শকনন্দিত হয়েছে।  

ফরাসি চলচ্চিত্রের জন্য গোল্ডেন গ্লোব হিসেবে খ্যাত লুমিয়ে পুরস্কার। ১৯৯৫ সাল থেকে লুমিয়ের পুরস্কারের যাত্রা শুরু হয়। ফরাসী চলচ্চিত্রকে আন্তর্জাতিক মহলে যারা নন্দিত করেছেন তাদের সম্মাননায় বিশেষ ‘গোল্ডেন গ্লোব’পুরস্কার ঘোষণা করা হয়। 

আর এ কারণেই ২৩তম লুমিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে‘বিশেষ অতিথি’হিসেবে আমন্ত্রিত হয়েছেন ইতালীয় এই অভিনেত্রী। তার সঙ্গে ওই অনুষ্ঠানে সম্মাননা পাচ্ছেন ফরাসি চলচ্চিত্রের আরেক কিংবদন্তি জন পল বেলমন্ডো।আগামি ৫ ফেব্রুয়ারি এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত