‘ফার্স্ট লেডিস অ্যাওয়ার্ড’ পেলেন ঐশ্বরিয়া

প্রকাশ : ২১ জানুয়ারি ২০১৮, ২১:৫২

জাগরণীয়া ডেস্ক

‘ফার্স্ট লেডিস অ্যাওয়ার্ড’ পুরস্কারে ভূষিত হলেন বলিউড তারকা ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। ২০ জানুয়ারি শনিবার তার হাতে এই পুরস্কার তুলে দেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, কর্মক্ষত্রে উল্লেখযোগ্য সাফল্যের জন্য রাষ্ট্রপতির পক্ষ থেকে এই পুরস্কার দেয়া হয়। ১১২টি ক্যাটাগরিতে এই পুরস্কার দেয়া হয়। প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে কানের জুরি সদস্য হয়েছিলেন ঐশ্বরিয়া। সেই মাইলস্টোনের জন্য এই পুরস্কার অর্জন করলেন তিনি। এই সম্মানে ঐশ্বরিয়াকে শুভেচ্ছাবার্তা জানিয়েছে বলিউড মহলের একটা বড় অংশ।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত