ফিল্মফেয়ারে সেরা বিদ্যা

প্রকাশ : ২১ জানুয়ারি ২০১৮, ২১:২৭

জাগরণীয়া ডেস্ক

৬৩তম জিও ফিল্মফেয়ার পুরস্কার ২০১৮ তে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে পুরস্কার পেয়েছেন বিদ্যা বালান। ২০ জানুয়ারি শনিবার রাতে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

ভারতের এনডিটিভি পত্রিকা জানায়, ‘তুমহারি সুলু’ সিনেমার জন্য বিদ্যা বালান এই পুরস্কারে ভূষিত হলেন আর ‘হিন্দি মিডিয়াম’এর জন্য শ্রেষ্ঠ পুরস্কার ঘরে তোলেন শক্তিমান অভিনেতা ইরফান খান।

সমালোচকদের দৃষ্টিতে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন ‘সিক্রেট সুপারস্টার’ সিনেমায় দুর্দান্ত অভিনয় করা দাঙ্গালকন্যা জায়রা ওয়াসিম। একই সিনেমায় সাপোর্টিং চরিত্রে অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার পান মেহের ভিজ। আর সেরা অভিনেতার পুরস্কার পান রাজকুমার রাও, সিনেমা ‘ট্র্যাপড’।

বলিউডের অন্যতম সম্মানজনক এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সঞ্চালনা করেন শাহরুখ খান, করণ জোহর। অক্ষয় কুমার, রণবীর সিং, পরিনীতি চোপড়াসহ অনেক তারকা এই অনুষ্ঠানে পারফরমেন্স করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনম কাপুর, আলিয়া ভাট, শহিদ কাপুর, প্রীতি জিনতা, জয়া বচ্চন, মাধুরী দীক্ষিতসহ বলিউডের একঝাঁক  তারকারা। 

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত