নতুন সম্পর্কে অ্যাঞ্জেলিনা জোলি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০১৮, ২০:৪১
হলিউডের শীর্ষ অভিনেতা ব্র্যাড পিটের সঙ্গে ২০১৬ সালে বিচ্ছেদের পর থেকেই একা রয়েছেন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। তাই মাঝে মাঝেই গুঞ্জন উঠে এই তারকার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে।
অ্যাঞ্জেলিনা জোলি কার সঙ্গে জড়িয়েছেন নতুন সম্পর্কে?
তবে ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে সম্প্রতি পিপল ম্যাগাজিন জানায়, জোলি কারো সঙ্গে ডেটিং করছেন না…। তিনি তার সন্তানদের নিয়েই বেশি ব্যস্ত। সন্তানদের কাছাকাছি থাকার চেষ্টা করছেন তিনি। তাদের চাহিদা পূরণে সচেষ্ট রয়েছেন। এত কথা প্রচারের পরও হালে গুঞ্জন রটেছে অ্যাঞ্জেলিনা জোলি কম্বোডিয়ান চিত্রনির্মাতা এবং গীতিকার প্রাচ লির সঙ্গে আজকাল ঘনিষ্ঠভাবে মেলামেশা শুরু করেছেন।
তবে জোলি প্রাচ লিকে একজন ভালো বন্ধু বলে অভিহিত করেছেন সাংবাদিকেদের কাছে। জোলি তার কাজের প্রতি শ্রদ্ধা ভাব পোষণ করেন বলে জানিয়েছেন।
বর্তমানে জোলি নতুন সিনেমা ‘ফার্স্ট দে কিলড মাই ফাদার’ ছবির প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।