মুক্তির অপেক্ষায় ‘ভালো থেকো’
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০১৮, ২৩:৩১
জাগরণীয়া ডেস্ক
জাকির হোসেন রাজু পরিচালিত আরিফিন শুভ অভিনীত ‘ভালো থেকো’ ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে।
ছবিটির প্রযোজক ও দি অভি কথাচিত্রের কর্ণধার জাহিদ হসান অভি জানান, ১৩ জানুয়ারি শনিবার সেন্সর বোর্ড থেকে মৌখিক ছাড়পত্র পেয়েছে এই চলচ্চিত্রটি। লিখিত অনুমতি আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। আশা করা যাচ্ছে, আগামি ৯ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পাবে এই চলচ্চিত্রটি।
চিত্রনায়িকা তানহা তাসনিয়া ছাড়াও এতে অভিনয় করেছেন কাজী হায়াৎ, আমজাদ হোসেন, রেবেকা, এম এ শহীদ ও বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আসিফ ইমরোজ।