গহনা কিনতে কলকাতায় সোনম
প্রকাশ : ১০ জানুয়ারি ২০১৮, ১৩:২৮
জাগরণীয়া ডেস্ক
বিয়ের গহনা কিনতে কলকাতায় গেছেন বলিউড তারকা সোনম কাপুর। মঙ্গলবার (৯ জানুয়ারি) কলকাতার রাজ মাহতানির জুয়েলারি দোকানে মা সহ কেনাকাটায় ব্যস্ত সোনম কাপুর ধরা পড়েন মিডিয়ার ক্যামেরায়।
মুম্বাই মিররের বরাত দিয়ে ডিএনএ ইন্ডিয়া জানায়, চলতি বছরের এপ্রিলেই ভারতের যোধপুরের হতে যাচ্ছে সোনম আর আনন্দের জমকালো বিয়ের অনুষ্ঠান। সেখানে উপস্থিত থাকতে পারেন প্রায় ৩০০ জন অতিথি।
উল্লেখ্য, যদিও দুই পরিবারের কোনো সদস্য পক্ষ থেকে এখন পর্যন্ত বিয়ের কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
0Shares