রিভিউ পর্দায় উঠছে ‘ভালো থেকো’

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০১৮, ১৫:৫৭

জাগরণীয়া ডেস্ক

অবশেষে খুব শীঘ্রই আলোর মুখ দেখতে যাচ্ছে আরিফিন শুভ ও তানহা তাসনিয়া অভিনীত চলচ্চিত্র ‘ভালো থেকো’।

ছবিটি আগামী ৬ জানুয়ারি রিভিউ পর্দায় উঠছে। পরিচালক এবং প্রযোজকের ঝামেলার কারণে পিছিয়ে গিয়েছিল এই চলচ্চিত্রের মুক্তির সম্ভাবনা। যদিও এখনো মুক্তির তারিখ চূড়ান্ত হয়নি।

জানা যায়, চলচ্চিত্রের গানের শ্যুটিং নিয়ে বিবাদে জড়ান পরিচালক এবং প্রযোজক। আর এই টানাপোড়েনেই পিছিয়ে যায় সেন্সর বোর্ডে চলচ্চত্রটির জমা দেয়ার কাজ।

ছবিতে আরো অভিনয় করেছেন আসিফ ইমরোজ, তানিন সুবহা, কাজী হায়াৎ, রেবেকা, জ্যাকি আলমগীর, মঞ্জুর প্রমুখ।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত