‘নূরজাহান’ মুক্তি পাচ্ছে ফেব্রুয়ারিতে
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০১৮, ১৩:০১
জাগরণীয়া ডেস্ক
কয়েকদিন আগে ‘নূরজাহান’ ছবির নির্মাণ কাজ শেষ হয়। সেন্সর ছাড়পত্র পাওয়ার পর এবার ছবিটির মুক্তির দিনক্ষণ চূড়ান্ত হলো। চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ইতোমধ্যে ঘোষণা দিয়েছে, আগামি ১৬ ফেব্রুয়ারি ‘নূরজাহান’ মুক্তি পাবে।
এ উপলক্ষে গত ১ জানুয়ারি (সোমবার) ছবির ‘মন বলেছে’ শিরোনামের একটি গানের ভিডিও ইউটিউবে প্রকাশ করা হয়।
এ ছবির মাধ্যমে চিত্রনায়িকা হিসেবে অভিষেক হচ্ছে শিশুশিল্পী পূজার। তার বিপরীতে আছেন কলকাতার তরুণ অভিনেতা আদ্রিত। ছবিটি পরিচালনা করেছেন অভিমন্যু মুখার্জি। প্রযোজনায় ভারতের রাজ চক্রবর্তী এবং বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া। ‘নূরজাহান’ ২০১৬ সালের মুক্তি পাওয়া মারাঠি ছবি ‘সাইরাত’-এর রিমেক।