মিস ইউনিভার্স হলেন দক্ষিণ আফ্রিকার ডেমি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০১৭, ১৬:৪০
এবার দক্ষিণ আফ্রিকার মেয়ে ডেমি-লি নিল-পিটার্সের মাথায় মিস ইউনিভার্স- ২০১৭ মুকুট উঠলো। ২২ বছর বয়সী ডেমি-লি ব্যবস্থাপনার ছাত্রী। পাশাপাশি তিনি আত্মরক্ষার প্রশিক্ষণ দিয়ে থাকেন।
স্থানীয় সময় ২৬ নভেম্বর (রবিবার) রাতে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ডেমির মাথায় বিশ্বসেরার এ মুকুটটি পরিয়ে দেওয়া হয়। এ সুন্দরীর পরের স্থানগুলো পেয়েছেন কলম্বিয়ার লরা গোঞ্জালেস (প্রথম রানারআপ) ও জ্যামাইকার ড্যাভিনা বেনেট (দ্বিতীয় রানারআপ)।
জানা যায়, ‘মিস সাউথ আফ্রিকা’ হওয়ার এক মাস পরই অপহৃত হয়েছিলেন ডেমি। কিন্তু পিস্তলের সামনে মাথা নত করেননি তিনি। আত্মবিশ্বাসই তাকে মিস ইউনিভার্সের মঞ্চে নিয়ে এসেছে বলে উল্লেখ করেন এ সুন্দরী।
চূড়ান্ত অনুষ্ঠানে তার কাছে জানতে চাওয়া হয়, কর্মক্ষেত্রে মেয়েদেরকে সবচেয়ে কোন বিষয় মুখোমুখি হতে হয়। চমৎকার উত্তরে ডেমি বলেন, অনেক জায়গায় মেয়েরা একই পরিশ্রমে ছেলেদের তুলনায় ৭৫ শতাংশ পারিশ্রমিক পায়। আমি বিশ্বাস করি, এটি সঠিক নয়। নারী-পুরুষের সমঅধিকার অবশ্যই দরকার। এছাড়া তিনি যৌন হয়রানির বিষয়টি উল্লেখ করেন।
দীর্ঘ প্রক্রিয়ার পর গত ২৬ নভেম্বর মিস ইউনিভার্সের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এতে সর্বশেষ ১৩টি দেশ ছিল। এর আগে মিস ইউনিভার্স-২০১৬ ছিলেন ফ্যান্সের আইরিস। নিয়ম অনুযায়ী তিনিই ডেমির মাথায় সেরা সুন্দরীর মুকুট তুলে দেন।