অবশেষে বরফ গলেছে করন-কাজল এর
প্রকাশ : ২৩ নভেম্বর ২০১৭, ০৪:৩১
প্রিয়তম বন্ধু থেকে চরম শত্রু হয়ে উঠা কাজল ও করন জোহরের সম্পর্কের বরফ অবশেষে গলতে শুরু করেছে। যে টুইটের মাধ্যমে এতদিন একে অপরের প্রতি বিদ্বেষ জনসম্মুখে নিয়ে এসেছিলেন তারা সেই টুইট থেকেই আবার শুরু নতুন করে বন্ধুত্বের।
কাজল-করন বিচ্ছেদ নিয়ে বলিউড উত্তাল হয়ে উঠেছিল। করন তো বিশেষত পাবলিক ফোরামে বক্তৃতা থেকে নিজের আত্মজীবনী সর্বত্র তার সঙ্গে কাজলের সম্পর্ক, বন্ধুত্ব এবং ঝগড়া নিয়ে সোচ্চার হয়ে ওঠেন। তারপর সেই বিবাদ থিতিয়েও গিয়েছিল।
কিন্তু আবারও কাজলের একটা টুইটকে কেন্দ্র করে সম্পর্কটা নড়েচড়ে বসে। করনের পুত্র ও কন্যার ছবিতে লাইক দেন কাজল, সঙ্গে সঙ্গে প্রত্যুত্তরে ধন্যবাদ জানান করন। ব্যাস নিমেষেই বরফ গলে জল।
তবে টুইট চললেও এতদিন দুই বন্ধু মুখোমুখি হননি একে অপরের। এবার মুখোমুখি হলেন তারা। মারাঠি ফ্যাশন শো লোকমত অ্যাওয়ার্ড সেরিমনিতে দেখা হবার পর দুজনের প্রাণবন্ত আড্ডা দেখে বুঝার উপায় নেই কিছুদিন আগেও তারা মুখ দেখাদেখি বন্ধ রেখেছিলেন।
তবে কাজল করনের এই পুনরারম্ভে বলিউড পাড়ায় যেন স্বস্তি ফিরেছে।