নির্বাচনের সঙ্গে কোনও সম্পর্ক নেই ‘পদ্মাবতী’র

প্রকাশ : ০৪ নভেম্বর ২০১৭, ১৫:৩৫

জাগরণীয়া ডেস্ক

কর্ণি সেনার তাণ্ডব, সেটে আগুন, রঙ্গোলি নষ্ট-‘পদ্মাবতী’র ভাগ্যে জোটেনি এমন কোনও লাঞ্ছনা নেই। এতোকিছুর পরও আগামী ১ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। কিন্তু সম্প্রতি ‘পদ্মাবতী’র মুক্তিতে স্থগিতাদেশ দাবি করলো বিজেপি।

বিজেপি মুখপাত্র আই কে জাদেজা জানিয়েছেন, আপাতত ছবি মুক্তিতে স্থগিতাদেশ চাইছেন তারা। যতোদিন না পুরো ঝামেলা মিটে যায় ততোদিন ছবি মুক্তি না দেওয়াই ভালো। এ বিষয়ে নির্বাচন কমিশন ও সেন্সর বোর্ডের কাছে তারা লিখিত আবেদনও করবেন বলে জানান।

আই কে জাদেজা আরও জানিয়েছেন, গুজরাট নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এরকম বিতর্কিত ছবি মুক্তি না পাওয়াই ভালো।

অন্যদিকে, নির্বাচনের সঙ্গে সঞ্জয়লীলা বনশালির ‘পদ্মাবতী’র কোনও সম্পর্ক নেই। তাই এ ছবির মুক্তি স্থগিত রাখা যাবে না বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।

সঞ্জয়লীলা বনশালি পরিচালিত ‘পদ্মাবতী’তে অভিনয় করেছেন শহিদ কাপুর, রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন।

সূত্র: বাংলানিউজ২৪.কম

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত