প্রকাশিত হলো হালদা সিনেমার গান
প্রকাশ : ৩১ অক্টোবর ২০১৭, ২৩:০৬
জাগরণীয়া ডেস্ক
অভিনেতা-নির্মাতা তৌকির আহমেদ পরিচালিত সিনেমা ‘হালদা’ মুক্তির অপেক্ষায় রয়েছে। ৩০ অক্টোবর (সোমবার) ইউটিউবে ‘নোনা জল’ শিরোনামে হালদা সিনেমার একটি গান মুক্তি পেয়েছে।
এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস প্রজনন কেন্দ্র হালদা নদী ও এর দুই পাড়ের জেলেদের জীবন নিয়ে চলচ্চিত্রের গল্প আবর্তিত হয়েছে। জাহিদ হাসান-তিশার সঙ্গে ছবির অন্যতম মূল চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, রুনা খান প্রমুখ।
৩ মিনিট ১৬ সেকেণ্ডের গানে দারুণ কিছু লোকেশন ব্যবহার করা হয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন পিন্টু ঘোষ ও সানজিদা মাহমুদ নন্দিতা। কথা লিখেছেন পিন্টু ঘোষ এবং নির্মাতা তৌকির।
0Shares