‘ডাভ’ এর বিজ্ঞাপনে বর্ণবাদের অভিযোগ
প্রকাশ : ১১ অক্টোবর ২০১৭, ১৬:০৭
ফেসবুকে একটি বিজ্ঞাপন দেওয়ার পর বিতর্ক সৃষ্টি হওয়ায় সেটি সরিয়ে নিয়েছে প্রসাধনী পণ্যের আন্তর্জাতিক ব্রান্ড ডাভ। একই সঙ্গে বিজ্ঞাপনটির কারণে তাদের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ উঠায় ক্ষমা চেয়েছে কোম্পানিটি।
ডাভের যুক্তরাষ্ট্র ফেসবুক পাতায় একটি সাবানের বিজ্ঞাপনকে ঘিরে এ বর্ণবাদ বিতর্কের সূত্রপাত। বিজ্ঞাপনটি প্রকাশের পর সামাজিক যোগাযোগের মাধ্যমে ডাভের ব্যাপক সমালোচনা শুরু হয়। এরপর টুইটারে এক বার্তা দিয়ে ক্ষমা চায় কোম্পানিটি। বিজ্ঞাপনটিও সরিয়ে ফেলা হয়।
ওই বিজ্ঞাপনতে একটি ভিডিও ক্লিপে ধারাবাহিকভাবে তিনটি অংশ ব্যবহার করা হয়েছে। প্রথম অংশে দেখা যায়, একজন কৃষ্ণাঙ্গ নারী তার পরনের টিশার্ট খুলে ফেলছেন। দ্বিতীয় অংশে শার্টের নীচ থেকে একজন শ্বেতাঙ্গ নারী বেরিয়ে আসতে দেখা যায়। সর্বশেষ অংশে দেখা যাচ্ছে, শ্বেতাঙ্গ নারী তার পোশাক খুলছেন আর একজন এশিয়ান নারীতে রূপান্তরিত হচ্ছেন।
বিজ্ঞাপনটি দেখার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ফুঁসে উঠেছেন। ডাভের পণ্যসামগ্রী বর্জনেরও দাবি তুলেছেন অনেকে। তবে এক টুইটার বার্তায় ডাভ জানিয়েছে, বিজ্ঞাপনটির জন্য তারা গভীর অনুশোচনা প্রকাশ করছে।
সূত্র: বিবিসি বাংলা