স্কুলছাত্রী নিহতের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ১৩:১৭

জাগরণীয়া ডেস্ক

গাজীপুরের টঙ্গীর কলেজগেট এলাকায় বাসচাপায় স্কুলছাত্রী নিহতের প্রতিবাদে তার সহপাঠীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।   

সোমবার (৫ সেপ্টেম্বর) সাড়ে ৮টায় কয়েকশ শিক্ষার্থী অবস্থান নেয় সড়কে। ফলে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

অবরোধে শিক্ষার্থীদের সঙ্গে অংশ নেয় এলাকাবাসীও। তারা ফুটওভারব্রিজ নির্মাণ ও বাসচালককে গ্রেপ্তারের দাবি জানায়।  অবরোধ স্থায়ী হয় প্রায় ৪০ মিনিট। 

টঙ্গী থানার পরিদর্শক আমিনুল ইসলাম জানান, রবিবার (৪ সেপ্টেম্বর)বিকেলে বলাকা পরিবহনের একটি বাস চাপা দেয় সফিউদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী তাজনিহ আক্তার রাফাকে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় রাফা।   

এ ঘটনায় দায়ী চালককের গ্রেপ্তার ও কলেজগেট এলাকায় ফুটওভারব্রিজ নির্মাণের দাবিতে সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে বিক্ষোভে নামে কয়েকশ শিক্ষার্থী। তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।  

পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সড়ক অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।    

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত