শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ সুনিশ্চিত করার আহবান
সন্ত্রাসবিরোধী শহীদ মঈন হোসেন রাজু দিবস পালিত
প্রকাশ : ১৩ মার্চ ২০১৭, ১৯:২২
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসবিরোধী শহীদ মঈন হোসেন রাজু দিবস পালিত হয়েছে। ১৩ মার্চ (সোমবার) সকাল ৮টায় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি লাকি আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিলানী শুভ’র সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল কাফি রতন, শহীদুল ইসলাম খান লিটন, শহীদ মঈন হোসেন রাজু’র মিছিলের সাথী তাহ্মিদুজ্জামান, আবদুল্লাহ মাহমুদ খান, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি ইভা মজুমদার প্রমুখ।
সমাবেশে বক্তারা অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন প্রদানের মাধ্যমে শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত ও শহীদ মঈন হোসেন রাজু দিবসকে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী দিবস হিসেবে ঘোষণার দাবি জানান।
উল্লেখ্য, ১৯৯২ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-ছাত্রদল বন্দুক যুদ্ধে লিপ্ত হয়ে ক্যাম্পাসে সন্ত্রাস সৃষ্টির প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদেরকে সংগঠিত করে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল নিয়ে গর্জে উঠেছিলেন ছাত্র ইউনিয়ন নেতা মঈন হোসেন রাজু। সন্ত্রাস রুখে দাড়াতে ছাত্র ইউনিয়ন তখনকার যুক্ত মোর্চা গণতান্ত্রিক ছাত্র ঐক্যের ব্যানারে শিক্ষাঙ্গনে সন্ত্রাসের প্রতিবাদে মিছিল বের করে। ছাত্রলীগ-ছাত্রদলের বন্দুকযুদ্ধে ছাত্রদলের সন্ত্রাসীরা মিছিলকে লক্ষ্য করে গুলি চালায়। এতে শহিদ হন তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সমাজকল্যাণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মঈন হোসেন রাজু।
রাজুসহ সন্ত্রাস বিরোধী আন্দোলনের সকল শহীদদের স্মরণে ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নির্মিত হয় সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য।
শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, শহীদ রাজু সংসদ, রাজুর মিছিলের সাথীরা, ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ, ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদ, ছাত্র ইউনিয়ন বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ, চারুকলা শাখা, জগন্নাথ হল শাখা, কার্জন হল শাখা, ব্যবসায় শিক্ষা অনুষদ শাখা, কলা ও সমাজবিজ্ঞান অনুষদ শাখা।