বাংলাদেশ ইউনিভার্সিটিতে পিঠা উৎসব

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০১৭, ১৮:১৪

জাগরণীয়া ডেস্ক

বাংলাদেশ ইউনিভার্সিটিতে দিনব্যাপী পিঠা উৎসব ও প্রতিযোগিতা ২০১৭ অনুষ্ঠিত হয়েছে।

ইউনিভার্সিটির আইন বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় ২৯ জানুয়ারি (রবিবার) বাংলাদেশ ইউনিভার্সিটির (বিইউ) বোর্ড অব ট্রাস্টিজ এর সেক্রেটারী ইঞ্জিনিয়ার এম এ গোলাম দস্তগীর উৎসবের উদ্বোধন করেন।

পিঠা তৈরির প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটির আইন বিভাগের ২৬তম ব্যাচ চ্যাম্পিয়ান, ৩১তম ব্যাচ প্রথম রানার্সআপ হয়।

উৎসবের শেষ পর্যায়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন স্বনামধন্য লেখক, শিক্ষাবিদ এবং বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (তথ্য) হোসনে আরা শাহেদ। জনপ্রিয় ক্রীড়া লেখক এবং দৈনিক কালের কন্ঠের ক্রীড়া বিভাগের উপ-সম্পাদক মোস্তফা মামুন প্রমুখ।

এর আগে সকালে বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. গোলাম রহমান এবং কোষাধ্যক্ষ কামরুল হাসান পিঠা উৎসব পরিদর্শন করেন এবং বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

দিনব্যাপী পিঠা উৎসবে আইন বিভাগের উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভুঁইয়া, বিইউ’র রেজিস্ট্রার মেজর (অবঃ) নিয়াজ মোহাম্মদ খান এবং বাংলাদেশ ইউনিভার্সিটির বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, ছাত্র-শিক্ষক, কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত