ক্লাস ও পরীক্ষা চলবে শাবিপ্রবিতে

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০১৬, ১৩:০৩

জাগরণীয়া ডেস্ক

সিলেটে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের জেরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পরের দিন আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) থেকে সব ক্লাস ও পরীক্ষা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আধিপত্য বিস্তার নিয়ে ক্যাম্পাসে গত মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটে। এরপর সংঘাত এড়াতে গতকাল বুধবার (২১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী ৬ জানুয়ারি পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আমিনুল হক ভূঁইয়ার সভাপতিত্বে সিন্ডিকেটের জরুরি সভায় ক্লাস-পরীক্ষা বন্ধের পাশাপাশি ক্যাম্পাসে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও স্লোগান অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয় এবং শিক্ষার্থীদের হল ছাড়তে বলা হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের প্রতিবাদে ও ক্যাম্পাস খোলা রাখার দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এই পরিস্থিতিতে আজ সকাল সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ে জরুরি সিন্ডিকেট সভা হয়। সভার সিদ্ধান্ত অনুসারে, সব ক্লাস ও পরীক্ষা আজ থেকে চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া বন্ধ করে দেওয়া আবাসিক হলগুলো আগামী ২৫ ডিসেম্বর বৈধ ছাত্রদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্তের পর অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। পরে তাঁরা ক্যাম্পাসে বিজয় মিছিল করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত