হল নির্মাণের দাবিতে শহীদ মিনারে জবি শিক্ষার্থীদের সমাবেশ

প্রকাশ : ২৬ আগস্ট ২০১৬, ১৯:০৯

জাগরণীয়া ডেস্ক

নাজিমুদ্দিন রোডের পুরান কারাগারের স্থানে হল নির্মাণের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত শিক্ষার্থীরা।

আবাসিক সংকট নিরসনের দাবিতে শুক্রবার (২৬ আগস্ট) বিকেল ৪টায় তাদের কর্মসূচি শুরু হয়। সংহতি সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যোগ দেন। সেখানে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে। 

এতে জগন্নাথ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়েয়ের শিক্ষক-শিক্ষার্থীরা সংহতি প্রকাশ করেছেন। যোগ দিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারও। জবি শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা জানিয়ে বক্তব্য দেন তিনি।

সমাবেশে হলের দাবিতে বক্তব্য ছাড়াও আন্দোলনকারী শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে মুখর করে রাখছেন পুরো শহীদ মিনার এলাকা। এ সময় তাদের হাতে হলের দাবি সম্বলিত পোস্টার, প্ল্যাকার্ডও দেখা গেছে। সংহতি সমাবেশ শেষে সন্ধায় শাহবাগে মশাল মিছিল করার কর্মসূচি রয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীদের। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত