বৃহস্পতিবার থেকে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু

প্রকাশ : ২৫ মে ২০১৬, ১৪:০৬

জাগরণীয়া ডেস্ক

নতুন শিক্ষাবর্ষে দেশের সব সরকারি-বেসরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে বৃহস্পতিবার (২৬ মে) থেকে, চলবে ৯ জুন পর্যন্ত। ভর্তির জন্য এবারও কোনো বাছাই পরীক্ষা হবে না। এসএসসি ও সমমানের ফলের ভিত্তিতে ভর্তি করা হবে।  

গত কয়েক বছরের মতো এবারও মাধ্যমিকের ফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তির বিধান রেখে নীতিমালা চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। ভর্তির জন্য অনলাইন ও মোবাইলের মাধ্যমে আবেদন করা যাবে।

গত বছর শিক্ষার্থীরা পাঁচটি কলেজ পছন্দ তালিকায় রাখার সুযোগ পেলেও এবার ১০টি কলেজকে পছন্দ তালিকায় রাখতে পারবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৬ জুন মেধাতালিকা প্রকাশ করা হবে। ১৮ থেকে ৩০ জুন পর্যন্ত শিক্ষার্থীরা কলেজে ভর্তি হতে পারবে। তবে বিলম্ব ফি দিয়ে ১০ থেকে ২০ জুলাই ভর্তি হওয়া যাবে।

নীতিমালা অনুযায়ী, ৮৯ শতাংশ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে। বাকি ১১ শতাংশ কোটার মধ্যে এবার প্রথমবারের মতো প্রবাসীদের সন্তান ও বিকেএসপি থেকে আসা শিক্ষার্থীদের জন্য দশমিক ৫ শতাংশ করে কোটা রাখা হয়েছে।

শিক্ষার্থীদের আবেদনের ক্ষেত্রে একই মোবাইল নম্বর ব্যবহার ও মোবাইল সিম অবশ্যই বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি।
 
অনলাইনে আবেদনের পদ্ধতি
অনলাইনে এবার একজন শিক্ষার্থী সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দ করতে পারবে। আগে টাকা জমা ও পরে আবেদন ফরম পূরণ। আবেদনের জন্য www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটে ঢুকতে হবে। এরপর Apply online-এ ক্লিক করলে একটি ছক আসবে। সেই ছকে পাসের সাল, বোর্ড, রোল নাম্বার ও রেজিস্ট্রেশন নম্বর লিখলেই আবেদন ফরম আসবে।

ফরমটি যথাযথভাবে পূরণ করতে হবে। আর আগেই টেলিটক মোবাইলের মাধ্যমে ফি পাঠাতে হবে। এ জন্য টেলিটক মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে CAD স্পেস WEB স্পেস বোর্ডের নামের প্রথম তিন অক্ষর স্পেস এসএসসি ও সমমানের পাসের সন স্পেস রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

এরপর একটি পিন নম্বরসহ ফিরতি এসএমএস আসবে। তাতে সম্মত থাকলে CAD স্পেস Yes স্পেস পিন নম্বর স্পেস নিজেদের ব্যবহৃত যেকোনো মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

মোবাইল নম্বরটি বায়োমেট্রিক রেজিস্ট্রেশন হতে হবে। এই পিন নম্বরটিও আবেদন ফরমের নির্দিষ্ট জায়গায় উল্লেখ করতে হবে। এর পরই তা সাবমিট করতে হবে। একজন শিক্ষার্থী যদি প্রথমে পাঁচটি কলেজ পছন্দ করে আবেদন সাবমিট করে দেয় তাতেও সমস্যা নেই। নির্দিষ্ট সময়ের মধ্যে সে বাকি পাঁচটি কলেজও পছন্দ করতে পারবে। তবে একবার যে কলেজ পছন্দ করা হয়েছে তা আর পরিবর্তন করা যাবে না।
 
এসএমএসের মাধ্যমে করণীয়:
শুধু টেলিটকের সিম দিয়ে মেসেজ অপশনে গিয়ে CAD লিখে স্পেস দিয়ে EIIN স্পেস Key word এর দুই অক্ষর লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর স্পেস রোল নম্বর স্পেস রেজিস্ট্রেশন নম্বর ভর্তিচ্ছু শিফটের প্রথম তিন অক্ষর (শিফট না থাকলে N) লিখে স্পেস দিয়ে ভার্সনের প্রথম অক্ষর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: CAD 696954 SC DHA 123456 2016 1523678902 D B FQ. এরপর নিশ্চিতকরণ এসএমএস আসবে।

আর আবেদন ফি প্রদানের জন্য এসএমএসে আবেতনকারীর নাম, প্রতিষ্ঠানের EIIN ও নাম, গ্রুপের নাম এবং শিফটসহ ফি বাবদ ১২০ টাকা কেটে নিয়ে তা জানিয়ে পিন কোড দেওয়া হবে। এরপর মেসেজ অপশনে গিয়ে CAD লিখে স্পেস দিয়ে Yes স্পেস PIN স্পেস Contact No. (বায়োমেট্রিক নিবন্ধিত সিম নম্বর) লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

গত ১১ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়, যাতে ১৬ লাখ ৪৫ হাজার ২০১ জন অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ১৪ লাখ ৫২ হাজার ৬০৫ জন। পাসের হার ৮৮.২৯ শতাংশ। এবার মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৯ হাজার ৭৬১ শিক্ষার্থী।
 
ভর্তিতে কোথায় কত টাকা লাগবে 
মফস্বল ও উপজেলা সদরের পৌর এলাকায় সেশন চার্জসহ ভর্তি ফি সব মিলিয়ে শিক্ষার্থীপ্রতি ১ হাজার টাকা, জেলা সদরের পৌর এলাকায় ২ হাজার এবং ঢাকা ছাড়া বাকি অন্যান্য মহানগরে ৩ হাজার টাকার বেশি নেওয়া যাবে না। ঢাকা মহানগর এলাকায় এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সর্বোচ্চ ৫ হাজার টাকা নেওয়া যাবে।

তবে ঢাকা মহানগরের আংশিক এমপিওভুক্ত ও এমপিওভুক্ত নয়, এমন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন দেওয়ার জন্য ভর্তির সময় সেশন চার্জসহ ভর্তি ফি সব মিলিয়ে সর্বোচ্চ ৯ হাজার টাকা এবং এ ধরনের ইংরেজি ভার্সন শিক্ষাপ্রতিষ্ঠানে সর্বোচ্চ ১০ হাজার টাকা নেওয়া যাবে। তবে উন্নয়ন ফি ৩ হাজার টাকার বেশি নেওয়া যাবে না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত