শিক্ষার্থীকে শ্লীলতাহানি, ময়মনসিংহ মেডিকেলে বিক্ষোভ
প্রকাশ : ১৬ মে ২০১৯, ১৩:৩৫
তৃতীয় বর্ষের এক শিক্ষার্থীকে বহিরাগত এক যুবক শ্লীলতাহানির চেষ্টা করায় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করাসহ নানা দাবীতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করছে ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) শিক্ষার্থীরা।
১৬ মে (বৃহস্পতিবার) সকাল ৯টা থেকে কলেজের একাডেমিক ভবনের প্রধান গেটে তালা ঝুলিয়ে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।
শিক্ষার্থীদের দাবীর মধ্যে রয়েছে, অবিলম্বে দোষীকে সনাক্ত ও আইনী ব্যবস্থা নেয়া, কলেজ হোস্টেলের গেটে সার্বক্ষণিক গার্ড, লেডিস হোস্টেলের গেটসহ পুরো ক্যাম্পাসে সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত আনসার নিয়োগ ও পুলিশি টহল বাড়ানো।
জানা গেছে, গত ১৫ মে (বুধবার) সন্ধ্যায় ইফতার কিনে হোস্টেলে ফেরার পথে তৃতীয় বর্ষের এক শিক্ষার্থীকে অন্ধকারে জাপটে ধরে বহিরাগত এক যুবক। এসময় ঐ শিক্ষার্থীর চিৎকারে কেউ এগিয়ে আসার আগেই ঐ যুবক পালিয়ে যায়। ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য বিক্ষোভে নামে শিক্ষার্থীরা।