ডাকসু নির্বাচনে ছাত্রদলের একমাত্র নারী প্রার্থী কানেতা
প্রকাশ : ০৪ মার্চ ২০১৯, ২০:৪০
জাগরণীয়া ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিএনপি সমর্থক ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের একমাত্র নারী প্রার্থী কানেতা ইয়া লাম-লাম।
মো. মোস্তাফিজুর রহমানকে ভিপি (সহ-সভাপতি) ও মো. আনিসুর রহমান খন্দকার অনিককে জিএস (সাধারণ সম্পাদক) করে ঘোষিত এই প্যানেলের একমাত্র নারী প্রতিনিধি কানেতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী কানেতা ইয়া লাম-লাম ‘ক্যাফেটেরিয়া ও কমনরুম বিষয়ক সম্পাদক’ পদপ্রার্থী।
এ বিষয়ে কানেতা ইয়া লাম-লাম বলেন, আমার বাবা ডাকসুর সাবেক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। তার দেখানো পথে সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই।
উল্লেখ্য, ডাকসুর তফসিল অনুযায়ী আগামী ১১ মার্চ সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।