এইচএসসি ও সমমানের পরীক্ষা

চতুর্থ দিনে রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত-বহিষ্কার

প্রকাশ : ০৬ এপ্রিল ২০১৮, ০০:৩৬

জাগরণীয়া ডেস্ক

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের ইংরেজি প্রথমপত্র (আবশ্যিক) পরীক্ষায় ১৪ হাজার আটজন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। সেই সাথে সারাদেশের ৯ শিক্ষা বোর্ডের প্রায় দুইশত পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

৫ এপ্রিল (বৃহস্পতিবার) শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্যে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ইংরেজি প্রথমপত্র (আবশ্যিক) পরীক্ষায় ঢাকা বোর্ডে মোট তিন হাজার ৯৫১ জন শিক্ষার্থী অনুপস্থিত, বহিষ্কার ৬৭।  রাজশাহী বোর্ডে অনুপস্থিতির সংখ্যা এক হাজার ৬২৪ জন, সাতজন বহিষ্কার। যশোর বোর্ডে অনুপস্থিত এক হাজার ৩৭৪ জন, বহিষ্কার ১২ জন। দিনাজপুর বোর্ডে অনুপস্থিত এক হাজার ১৮৯ জন, বহিষ্কার ১৩ জন। কুমিল্লা বোর্ডে অনুপস্থিত এক হাজার ১৬৫ জন, বহিষ্কার সাতজন। চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত এক হাজার ১৪৯ জন, বহিষ্কার ছয়জন। সিলেট বোর্ডে অনুপস্থিত ৮৪৩ জন, বহিস্কার দুইজন। বরিশাল বোর্ডে অনুপস্থিত ৮২৮ জন, বহিষ্কার ১৩জন। 

অন্যদিকে, কারিগরি বোর্ডে অনুপস্থিত এক হাজার ৮৮৫ জন, বহিষ্কার ৫২ জন। বৃহস্পতিবার মাদরাসা বোর্ডের অধীনে কোনো পরীক্ষা ছিল না।

সব বোর্ডেই পরীক্ষার্থী বহিষ্কার হলেও কোথাও কোন শিক্ষক বহিষ্কার হননি। 

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত