নারী নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান

প্রকাশ : ১১ মার্চ ২০১৮, ১৭:১৯

জাগরণীয়া ডেস্ক

নারীর ওপর যেকোন ধরণের সহিংসতা ও যৌন নিপীড়নের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হবার আহবান জানিয়েছেন দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিতার্কিকরা। ১০ মার্চ (শনিবার) বিকেলে রাজধানী শাহবাগে অবস্থিত পাবলিক লাইব্রেরির সামনে এক মানববন্ধনে বিতার্কিকরা এ আহবান জানান।

মানববন্ধন থেকে বিতার্কিকরা বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতি নারীর উপর প্রতিনিয়ত ঘটে যাওয়া সহিংসতা ও হয়রানির অন্যতম কারণ। তাই নারী নিপীড়নের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো কঠোর হওয়ার আহবান জানান বিভিন্ন প্রতিষ্ঠানের বিতার্কিকরা। সেই সাথে অতীতের বিভিন্ন ঘটনায় অপরাধীদের দ্রুত বিচারের দাবি জানান তারা।

বিতার্কিকদের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। 

মানববন্ধনে বুয়েট,ঢাকা বিশ্ববিদ্যালয়, আইবিএ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি,  ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ঢাকা সিটি কলেজ, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ,  রাজউক উত্তরা মডেল কলেজ, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান বিতার্কিকরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত