যৌন হয়রানি: ঢাবির অধ্যাপককে বাধ্যতামূলক ছুটি
প্রকাশ : ২৩ জুলাই ২০১৬, ০০:৪৬
ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাহাদাৎ হোসেনকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী জানান, বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সমাজবিজ্ঞান বিভাগের এই অধ্যাপকের বিরুদ্ধে এ সিদ্ধান্ত হয়।
সিন্ডিকেট সদস্য মাকসুদ কামাল জানান, বিশ্ববিদ্যালয়ের নারী নির্যাতনবিরোধী সেলকে সাহাদাৎ হোসেনের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
সিন্ডিকেট সভায় তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত হওয়ার কথা জেনে সন্তুষ্টি প্রকাশ করেছেন অভিযোগকারী দুই ছাত্রী।
উল্লেখ্য, গত ২৭ জুন সমাজবিজ্ঞান বিভাগের দুই ছাত্রী এই অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন বলে জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
তবে অভিযোগ অস্বীকার করে অধ্যাপক সাহাদাৎ বলেছিলেন, “আমি সম্পূর্ণ নির্দোষ, আমাকে হেয় প্রতিপন্ন করার জন্যই এ ধরনের অভিযোগ করা হয়েছে। আমার প্রফেশনাল অর্জনে অনেকেই ঈর্ষান্বিত। এ কারণে বিভাগ থেকে পাস করে যাওয়া প্রাক্তন দুই শিক্ষার্থীকে দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে”।