বাজেট ২০১৭-১৮
বিদ্যুৎ বিভাগের জন্য ১৮ হাজার ৮শ’ ৯৪ কোটি ৪২ লাখ টাকা
প্রকাশ : ০২ জুন ২০১৭, ১৭:২২
জাগরণীয়া ডেস্ক
বিদ্যুৎ বিভাগের জন্য ২০১৭-’১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ১৮ হাজার ৮শ’ ৯৪ কোটি ৪২ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।
এরমধ্যে উন্নয়ন খাতে ১৮ হাজার ৮শ’ ৪৫ কোটি ২৭ লাখ এবং অনুন্নয়ন খাতে ৪৯ কোটি ১৫ লাখ টাকা রয়েছে। প্রস্তাবিত বাজেটে ২০১৬-’১৭ অর্থবছরের উন্নয়ন ও অনুন্নয়ন মিলিয়ে সংশোধিত বাজেটের পরিমান হচ্ছে ১৩ হাজার ৪ শ’ ৫০ কোটি ৪৩ লাখ ২৩ হাজার টাকা।
বিদ্যুৎ খাতে ২০১৭-’১৮ অর্থবছরের বাজেটে চলতি ২০১৬-’১৭ অর্থবছরের চেয়ে ৫ হাজার ৪ শ’ ৪৩ কোটি ৯৮ লাখ ৭৭ হাজার টাকা বেশী বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১৯ হাজার মেগাওয়াটে উন্নীতকরণ এবং ডিমান্ড সাইড ম্যানেজমেন্টের মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয়ী কার্যক্রম বাস্তবায়নসহ বরাদ্দকৃত অর্থ উল্লেখযোগ্য কার্যাবলি,প্রকল্প ও কর্মসূচি সম্পাদন/বাস্তবায়নে ব্যয় করা হবে।