বাজেট ২০১৭-১৮: আইসিটি বিভাগ পেলো ৩৯৭৪ কোটি টাকা
প্রকাশ : ০১ জুন ২০১৭, ২০:৫১
জাগরণীয়া ডেস্ক
গত বছরের তুলনায় দ্বিগুণ বরাদ্দ পেলো আইসিটি বিভাগ। যার আকার দাঁড়িয়েছে ৩৯৭৪ কোটি টাকা। তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে ব্যয় হবে এ অর্থ।
১ জুন (বৃহস্পতিবার) ‘উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ: সময় এখন আমাদের’ স্লোগানকে সামনে রেখে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ২০১৭-১৮ অর্থবছরে এই বাজেট বরাদ্দ ঘোষণা করেন।
এর আগে দেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেটের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ১ জুন (বৃহস্পতিবার) সকাল ১০টায় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে অনুমোদন দেওয়া হয়। বৈঠক চলে বেলা ১টা পর্যন্ত। এবারের বাজেটের আকার ৪ লাখ ২৬৬ কোটি টাকা।
0Shares