বিদ্যুৎ সরবরাহে চুক্তির মেয়াদ বাড়িয়েছে সামিট পাওয়ার
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০১৬, ২০:০৬
জাগরণীয়া ডেস্ক
বিদ্যুৎ সরবরাহের জন্য বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) সঙ্গে করা চুক্তির মেয়াদ পাঁচ বছর বাড়িয়েছে সামিট পাওয়ার লিমিটেড। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সামিট পাওয়ার ১০২ মেগাওয়াট এইচএফও ভিত্তিক নারায়ণগঞ্জ পাওয়ার প্লান্ট থেকে বিদ্যুৎ সরবরাহের জন্য চুক্তির মেয়াদ বাড়িয়েছে।
এর আগে বিদ্যুৎ সরবরাহের জন্য গত ১ এপ্রিল সামিট পাওয়ার ও বিপিডিবির মধ্যে চুক্তি সই হয়।
প্রসঙ্গত, সামিট পাওয়ার লিমিটেড পুঁজিবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি হিসেবে তালিকাভুক্ত।