সপ্তাহের ব্যবধানে ফের বেড়েছে স্বর্ণের দাম

প্রকাশ : ২৭ আগস্ট ২০১৯, ০০:০৪

জাগরণীয়া ডেস্ক

এক সপ্তাহের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)। এর আগে গত ১৮ আগস্ট ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ৫৬ হাজার ৮৬২ টাকা দর রেখে স্বর্ণের দাম বাড়ায় বাজুস।

২৬ আগস্ট (সোমবার) স্বর্ণের দাম ফের বৃদ্ধির সিদ্ধান্তের কথা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বাজুস। আগামী ২৭ আগস্ট (মঙ্গলবার) থেকে নতুন মূল্যে এ দাম বৃদ্ধি হবে।

বৈশ্বিক অস্থিরতা ও ডলারের দরপতনের কারণে স্বর্ণের দাম ক্রমাগত ঊর্ধ্বমুখি থাকায় দেশের বাজারেও স্বর্ণের দাম বৃদ্ধি করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। বাজুসের নতুন মূল্য তালিকায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৫৮ হাজার ২৮ টাকা। সোমবার পর্যন্ত এই মানের স্বর্ণের দাম রয়েছে ৫৬ হাজার ৮৬২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৫৫ হাজার ৬৯৫ টাকা। বর্তমানে দাম রয়েছে ৫৪ হাজার ৫২৯ টাকা।

তবে অপরিবর্তিত রয়েছে রূপার দাম। প্রতি ভরির দাম ৯৩৩ টাকা। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত