শুরু হচ্ছে ব্যাংকার-নারী উদ্যোক্তা সমাবেশ ও মেলা
প্রকাশ : ০৮ মার্চ ২০১৯, ১৪:৪৭
জাগরণীয়া ডেস্ক
৮ মার্চ (শুক্রবার) নারী দিবসে শুরু হতে যাচ্ছে ব্যাংকার ও এসএমই নারী উদ্যোক্তাদের সমাবেশ। ব্যাংকারদের সঙ্গে নারী উদ্যোক্তাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য এই সমাবেশের আয়োজন করা হয়েছে।
আজ দুপুর ৩টায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে এই সমাবেশ ও নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য নিয়ে তিন দিনব্যাপী মেলার উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
মেলার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিশু একাডেমির চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন।