একনেকের ৬টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন
প্রকাশ : ০৯ আগস্ট ২০১৬, ১৪:২৬
জাগরণীয়া ডেস্ক
ফেনীর চরাঞ্চলে সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণসহ ১ হাজার ৮১৭ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে ছয়টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১ হাজার ৮০২ কোটি ৬৮ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৪ কোটি ৬০ লাখ টাকা খরচ করা হবে।
মঙ্গলবার (০৯ আগস্ট) সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। একনেকের সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।